নদীয়া ডেস্ক: সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতেও বই উৎসব পালিত হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই এবারও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আর নতুন বই পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে।
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া কুমারখালী আলাউদ্দিন নগর ৭৯ নং চকরঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্কুলের শিক্ষকবৃন্দ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানা উল্লাহ হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৯ নং চকরঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও হেলথ কেয়ারের এজিএম সেজা উদ্দিন আহম্মদ,৭৯ নং চকরঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আকরাম হোসেন ও সিনিয়র সাংবাদিক জনাব মোঃ হারুন অর রশিদ। এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।