-
- কুষ্টিয়র খবর, লীড নিউজ, সারাদেশ
- কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মাহফিল
- Update Time : September, 28, 2020, 4:49 pm
- 223 View
নদীয়া ডেস্ক: বাংলাদেশের জনগণের আস্থা, অনুপ্রেরণা ও বিশ্বাসের প্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি। কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান৷ কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের
সভাপতি হাফিজুর রহমান সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, কুষ্টিয়া শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন৷ দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মিল লাইন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান খান৷ অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।
More News Of This Category