নদীয়া ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার বিকেলে উজিরপুরের আঁটিপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজন পুরুষ আর দুইজন নারী বলে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
এর আগে সকাল ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে ইঞ্জিনচালিত দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৬ জন।